দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 2 | WBBSE Class 10 Physical Science 1st Term Exam Mock Test

GROUP:- A

১। সঠিক উত্তরটি নির্বাচন কর । 1×7=7

১.১)ওজোন স্তর ক্ষয় সর্বাধিক হয় কোন অঞ্চলে?-

(ক)অস্ট্রেলিয়া

(খ)এশিয়া

(গ)ইউরোপ

(ঘ)আন্টার্টিকা

১.২) চার্লসের সূত্র ধ্রুবক রাশি কোনগুলি -

(ক) ভর ও আয়তন

(খ) উষ্ণতা ও ভর

(গ) ভর ও চাপ

(ঘ) উষ্ণতা ও চাপ

১.৩) গোলীয় দর্পণের জন্য ফোকাস দৈর্ঘ্য ও বক্রতা ব্যাসাদের মধ্যে সম্পর্কটি -

(ক) f =2r

(খ) r =2f

(গ) r =f/2

(ঘ) 2f =5r

১.৪) কাজের পরম প্রতিসরাঙ্ক হল-

(ক) 1.5

(খ) 2.3

(গ) 1.33

(ঘ) 5.6

১.৫) মায়োপিয়া আক্রান্ত ব্যক্তির কোন লেন্স যুক্ত চশমা ব্যবহার করা উচিত-

(ক) উত্তল

(খ)সমতল

(গ) অবতল

(ঘ) প্রগ্রেসিভ

১.৬) মেন্ডেলি দুষ্ট মৌল আখ্যা দেন

(ক)কার্বন

(খ) বোরন

(গ)অক্সিজেন

(ঘ)হাইড্রোজেন কে

১.৭) সমযোজী ত্রিবন্ধন গঠন করে যে অনু-

(ক) H2

(খ) N2

(গ) O2

(ঘ) Cl2

GROUP:- B

২। নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপ উত্তর লেখ: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×9=9

২.১) বায়ুমণ্ডলে ওজোন স্তর কোথায় দেখা যায়?

অথবা, মিথেন হাইড্রেট কী?

২.২) SI এককে R -এর মান লেখ।

২.৩) গ্যাসের কত প্রকার প্রসারণ দেখা যায়?

২.৪) কোন জ্বালানোর তাপন মূল্য সর্বাধিক?

২.৫) সুস্থ চোখের নিকট বিন্দু কত?

অথবা, কোন বর্ণে সর্বাধিক বিজ্ঞাপন ঘটে?

২.৬) গাড়ির ভিউফাইন্ডার হিসেবে কোন দর্পণ ব্যবহৃত হয়?

২.৭) সমতল দর্পণের ফোকাস দৈর্ঘ্য কত হয়?

২.৮) K, Li , Na, Cs - এর পারমাণবিক ব্যাসার্ধের অধঃক্রমে সাজাও।

২.৯) CaO - যৌগের ইলেকট্রন ডট গঠন করো।

অথবা লুইস ডট গঠন করো :- NH3

GROUP:- C

৩। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 2×3=6

৩.১) জ্বালানোর তাপন মূল্য কাকে বলে? 2

৩.২) গ্যাসীয় অনুর গতি তত্ত্বের দুটি স্বীকার্য লেখ। 2

অথবা, আদর্শ গ্যাস কাকে বলে? কোন শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে?

(1+1)

৩.৩) দিনের বেলায় আকাশ নীল দেখায় কেন? 2

অথবা, গাছের পাতা সবুজ দেখা যায় কেন? 2

৩.৪) মেন্ডেলিফের পর্যায় সূত্র বলতে কী বোঝো? 2

৩.৫) সমযোজী ও আয়নীয় যৌগের দুটি পার্থক্য লেখ । 2

৩.৬) NaCl -এর ক্ষেত্রে সংকেত ভর ব্যবহার করা হয় কেন ? 2

GROUP:- D

৪। নিচের প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3×6= 18

৪.১) চার্লস, বয়েল ও অ্যাভোগাডো- এরসূত্রের সমন্বয় সূত্রটি প্রতিষ্ঠা করো । 3

অথবা, 27⁰C 4atm চাপে 8g হাইড্রোজেনের আয়তন কত ? 3

৪.২) আলোর প্রতিসরণের ক্ষেত্রে δ=i1+i2−A সূত্রটি প্রতিষ্ঠা কর। 3

৪.৩) গোলীয় দর্পণের ক্ষেত্রে উত্তল দর্পণে r = 2f সূত্রটি প্রতিষ্ঠা কর । সাদা ফুলকে নীল আর্লতে রাখলে ভুলটি কোন রঙের দেখাবে? (2+1)

অথবা কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক √3 হলে হলুদ আলোকরশ্মি 60⁰ কোণে আপতিত হলে তার নির্গমন কোণ কত? অবতল দর্পণের ফোকাসে বস্তু রাখলে তার প্রকৃতি কেমন হবে? (2+1)

৪.৪) পর্যায় সারণি বরাবর পারমাণবিক ব্যাসার্ধ ও আয়নন শক্তির পরিবর্তন কিভাবে হয় তা লেখ। 3

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url