দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 Bengali 2nd Term Exam Mock Test

বাংলা পরীক্ষা - ১ (দ্বিতীয় পার্বিক মূল্যায়নের জন্য)

১। সঠিক উত্তরটি নির্বাচন করো:- ১×৭=৭

১.১. ‘সম্মুখের ঘড়িতে’ কটা বেজেছিল ?

(ক) দুটো

(খ) তিনটে

(গ) চারটে

(ঘ) পাঁচটা

১.২. ‘মহাকাল সারথি’ কীসের চাবুক মেরেছিল ?

(ক) বেতের চাবুক

(খ) শ্যামচাঁদ

(গ) চামড়ার চাবুক

(ঘ) রক্ত তড়িৎ চাবুক

১.৩. ‘পদতলে পড়ে শোভিল’ কী ?

(ক) কনকবলয়

(খ) কুন্ডল

(গ) রত্নমুকুট

(ঘ) কুসুমদাম

১.৪. বাইজির ছদ্মবেশে হরিদা উপার্জন করেছিলেন-

(ক) ছয় টাকা দশ আনা

(খ) আট টাকা দশ আনা

(গ) আট টাকা

(ঘ) দু-টাকা

১.৫. একটি নঞ তৎপুরুষ সমাসের উদাহরণ হল-

(ক) অমেরুদণ্ডী

(খ) তৈলনিষিক্ত

(গ) অনুগ্রহ

(ঘ) অশ্রুতপূর্ব

১.৬. ‘বহ্নিজ্বালা’ সমাসবদ্ধ পদটির বিগ্রহবাক্য হতে পারে না-

(ক) বহ্নির নিমিত্ত জ্বালা

(খ) বহ্নিরূপ জ্বালা

(গ) বহ্নির জ্বালা

(ঘ) কোনোটিই নয়

১.৭. যে সমাসের প্রকৃতপক্ষে কোনো ব্যাসবাক্য হয় না-

(ক) তৎপুরুষ সমাস

(খ) নিত্য সমাস

(গ) অব্যয়ীভাব সমাস

(ঘ) বাক্যাশ্রয়ী সমাস

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও:- ১×৮=৮

২.১. ‘ত্যজ কিঙ্করীরে আজি’-‘কিঙ্করী’ শব্দের অর্থ কী ?

২.২. ‘মাতঙ্গ যায় চলি’-এখানে কার সঙ্গে মাতঙ্গের তুলনা করা হয়েছে ?

২.৩. ‘হরিদার গলার স্বর এরকমেরই নয়’-বক্তা কে ?

২.৪. ‘এ তো বেশ মজার ব্যাপারটি’-মজার ব্যাপারটি কী ?

২.৫. অপূর্বের সঙ্গে ট্রেনে কারা যাত্রা করছিল ?

২.৬. ‘কৃপাণ’ শব্দের অর্থ কী ?

২.৭. ‘সাবধান’-ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো।

২.৮. একশেষ দ্বন্দ্ব সমাস কাকে বলে ?

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও:- ৩×২=৬

৩.১. “এবারের মতো মাফ করে দিন ওদের”-কে, কাকে একথা বলেছিলেন ? কেনই বা বলেছিলেন ? (১+২)

অথবা,

“তাছাড়া আমার বড়ো লজ্জা এই যে”-বক্তার লজ্জার কারণ কী ? (৩)

৩.২. “হৈমপাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাকশৈল, অম্বর উজলি”-এই উপমা প্রয়োগের সার্থকতা বুঝিয়ে দাও। (৩)

অথবা,

“বধূরা প্রদীপ তুলে ধর”-বধূদের কেন প্রদীপ তুলে ধরতে বলা হয়েছে ? ‌ (৩)

৪। কমবেশি ১৫০টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:- ৫×১=৫

৪.১. ‘‘প্রলয়োল্লাস' কবিতাটি মূলত বিদ্রোহী চেতনা ও পরাধীনতার জ্বালা থেকে উত্থিত মুক্তি চেতনার সমন্বয়’-মন্তব্যটির যথার্থতা মূল্যায়ন করো। (৫)

৪.২. ‘বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে’-প্রদত্ত অংশে কার সম্পর্কে বলা হয়েছে ? তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। (১+৪)

৫। কমবেশি ১২৫টি শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:- ৪×১=৪

৫.১. ‘বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা’-বক্তা কে ? তাঁর এমন উক্তির কারণ বিবৃত করো‌। (১+৩)

৫.২. ‘সিরাজদ্দৌলা’ নাট্যাংশ অবলম্বনে জাফর আলি খাঁ-র চরিত্রটি আলোচনা করো।

৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও:- ৫×১=৫

৬.১. ‘আপনি আমার থেকে চারহাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজের শরীরটাকে চাকর বানাতে পারবেন না’-কে, কাকে একথা বলেছে ? শরীরটাকে চাকর বানানো বলতে কী বোঝানো হয়েছে ? (১+৪)

৬.২. ‘প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়ে উঠেছিল’-লীলাবতী কে ? তার বিদ্রোহী হয়ে ওঠার কারণ ও ফলাফল বিবৃত করো। (১+৪)

৭। কমবেশি ১৫০টি শব্দে নিম্নলিখিত বিষয়ে সংবাদপত্রে প্রকাশের উপযোগী একটি প্রতিবেদন রচনা করো:- ৫×১=৫

৭.১. তোমাদের বিদ্যালয়ে পালিত হল ‘অরণ্য সপ্তাহ’।

৭.২. সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন ঘটাতে তোমাদের স্থানীয় এলাকার একদল তরুণ কর্তৃক দারিদ্রদের ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠান।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url