দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 2 | WBBSE Class 10 Bengali 1st Term Exam Mock Test

SUB - BENGALI F.M.- 40

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: [১×৫=৫]

১.১। 'তা নইলে ফট করে একটা লিখল, আর ছাপা হলো,' বক্তা কে? -

(ক) তপনের মা, (খ) তপনের বাবা, (গ) তপনের কাকা, (ঘ) তপনের মামা।

১.২। তোমার পাঠ্য 'হারিয়ে যাওয়া কালি কলম' প্রবন্ধ অনুসারে পালকের কলমকে ইংরেজিতে কী বলে?-

(ক) ফাউন্টেন পেন, (খ) বল-পেন, (গ) কুইল, (ঘ) কিউল।

১.৩। 'কবির সংগীতে বেজে উঠেছিল'-

(ক) সত্যের জয়গান, (খ) বীণা, (গ) সুন্দরের আরাধনা, (ঘ) মঙ্গলশঙ্খ।

১.৪। 'ওরে ভাই, ফাগুন লেগেছে বনে বনে।'- রেখাঙ্কিত অংশটি হল-

(ক) কর্মকারক, (খ) কর্তৃকারক, (গ) সম্বন্ধপদ, (ঘ) সম্বোধন পদ।

১.৫। বাক্যে কর্তা ও ক্রিয়া যদি একই ধাতু থেকে উৎপন্ন হয়, সেই বাক্যের কর্তাকে বলে-

(ক) নিরপেক্ষ কর্তা, (খ) সমধাতুজ কর্তা, (গ) সহযোগী কর্তা, (ঘ) ব্যতিহার কর্তা।

২। কমবেশি ২০টি শব্দের মধ্যে উত্তর লেখো: [১x৫=৫]

২.১। 'পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?'- অলৌকিক ঘটনাটি কী?

২.২। 'আমাদের পথ নেই কোনো' বলার কারণ কী?

২.৩। 'প্রাচীনেরা বলতেন' প্রাচীনেরা কী বলতেন?

২.৪। 'সেই মেয়েটির মৃত্যু হলো না।' কেন তার মৃত্যু হল না?

২.৫। 'নির্দেশক' কাকে বলে? একটি উদাহরণ দাও।

৩। কমবেশি ৬০টি শব্দে উত্তর দাও : [৩x২=৬]

৩.১। "রত্নের মূল্য জহুরির কাছেই"- উক্তিটির তাৎপর্য বিচার করো।

৩.২। "সমুদ্রপারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায়"- 'সমুদ্রপারে' বলতে কোথাকার কথা বলা হয়েছে? সেখানে তখন কী হয়েছিল? [১+২]

৪। কমবেশি ১৫০ শব্দে উত্তর দাও: [৫x২=১০]

৪.১। 'তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন।'- এখানে কোন্ দিনটির কথা বলা হয়েছে? দিনটি সবচেয়ে দুঃখের কেন তা বুঝিয়ে দাও। [১+৪]

৪.২। 'আয় আরো বেঁধে বেঁধে থাকি' কবিতায় কবির সমাজচেতনা কীভাবে প্রকাশ পেয়েছে, আলোচনা করো।

অথবা, 'অসুখী একজন' কবিতায় কাকে অসুখী বলা হয়েছে এবং কেন? [২+৩]

৫। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [৫x১=৫]

৫.১। 'আমি ছিলাম কালি কলমের ভক্ত। অর্থাৎ দোয়াত আর নিবের কলম।' দোয়াত, নিব ও কলমের রকমারি সাজসজ্জার পরিচয় দাও।

৫.২। "বঙ্কিমচন্দ্র লিখেছিলেন 'লাঠি তোমার দিন ফুরাইয়াছে।" - প্রাবন্ধিক শ্রীপান্থ কোন্ প্রসঙ্গে উদ্ধৃতিটি ব্যবহার করেছেন, তা বুঝিয়ে দাও।

৬। কমবেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [৫x১=৫]

৬.১। ''একটা মেয়ে পেয়েছি, তাকে শেখাবার সুযোগটুকু দিও তাহলেই হবে।''- বক্তার এমন কথা বলার কারণ কী, বিশ্লেষণ করো।

৬.২। 'প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।' লীলাবতীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তার বিদ্রোহী হওয়ার কারণ কী? [২+৩]

৭। চলিত গদ্যে অনুবাদ করো : [৪×১=৪]

Computer is the new miracle of the science. It can make thousand of calculations in a moment. It can store in its memory millions of facts and figures. It can also recall them always. In India the use of computer is growing rapidly.

Previous Post
No Comment
Add Comment
comment url