দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 2 | WBBSE Class 10 Life Science 2 Term Exam Mock Test

বিভাগ - ক

১)প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখ। 1×8=8

১.১) ফোটোট্রপিক চলন নিয়ন্ত্রণ করে -(ক) অক্সিন,( খ) সাইটোকাইনিন,( গ) ইথিলিন ,(ঘ) জিব্বেরেলিন ।

১.২)বীজ বিহীন ফল উৎপাদন করতে সাহায্য করে - ( ক) IAA,(খ) GH,(গ) কাইটিন,(ঘ)TSH ।

১.৩) মস্তিষ্কের যে অংশ দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে- (ক)লঘু মস্তিষ্ক ,(খ)হাইপোথ্যালামাস, (গ ) পনস (ঘ )সুষুম্নাশীর্ষক

১.৪) একটি নন-হিস্টোন প্রোটিন এ অবস্থিত অ্যামাইনো এসিড হল- (ক) টাইরোসিন(খ) হিস্টিডিন,(গ) লাইসিন ,(ঘ) আরজিনিন

১.৫ ) ফ্লাজেলার সাহায্যে গমন করে - (ক )অ্যামিবা ,(খ)প্যারামেসিয়াম , (গ)প্লানেরিয়া,(ঘ )ইউগ্লিনা

১.৬) চোখের সংবেধানশীল স্তর হল - (ক) স্ক্লেরা ,(খ) রেটিনা,(গ) কর্ণিয়া,(ঘ) আইরিশ

১.৭) কোষ বিভাজনে নিউক্লিয়াসের ভূমিকা সম্পর্কিত নিজের কোন বক্তব্যটি সঠিক নয় তার শনাক্ত কর - (ক) নিউক্লিয় জালিকা ক্রোমোজোম এ পরিণত হয় এবং বিভাজিত হয়ে সমসংখ্যক বা অর্ধেক সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট অপত্য নিউক্লিয়াসে পরিণত হয় (খ) ক্রোমোজোমের পরিবর্তনে জিনের পুনর্বিন্যাস ঘটে বিবর্তন সম্ভব হয় (গ) ক্রোমোজোমের জিন সক্রিয় হওয়ার ফলে mRNA তথা DNA এর পরিমাণ দ্বিগুণকারী উৎসেচক সংশ্লেষিত হয়। (ঘ) কোষের মেরুকে ঘিরে অস্ট্রাল রশ্মি ও তা থেকে বেম তন্তুর উৎপত্তি ঘটায়।

১.৮) NOR ক্রোমোজোমের যে অংশ অবস্থিত সেটি হল - (ক) গৌণ খাঁজ (খ) মুখ্য খাঁজ (গ) স্যাটেলাইট(ঘ) টেলোমিয়ার

বিভাগ - খ

২ ) নিচের ১১ টি প্রশ্নের মধ্যে ৯ টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লেখ। 1×9=9

● শূন্যস্থান পূরণ কর (যে কোন দুটি) 1×2=2

২.১) নিকটিন্যাস্টি চলনের উদ্দীপক হল __ ও_।

২.২) ইন্টারফেজের____ উপ দশায় বেম তন্তু গঠনের জন্য প্রয়োজনীয় উৎসেচকের সংশ্লেষ ঘটে

২.৩) এডেনিন ও গুয়ানিন বেস কে একত্রে____ ক্ষার বলে

● সত্য মিথ্যা নিরূপণ করো (যেকোনো দুটি) 1×2=2

২.৪) মস্তিষ্কের টেকটাম নামক অংশ দর্শন এবং শ্রবণ প্রতিবর্তের নিয়ন্ত্রককেন্দ্র রূপে কাজ করে।

২.৫) অক্সিন এর কম ঘনত্বে মূল দ্রুত বৃদ্ধি পায়।

২.৬) সোমাটোট্রপিন রিলিজিং হরমোন নিঃসৃত হয় পিটুইটারি গ্রন্থি থেকে।

● A স্তম্ভর সাথে B স্তম্ভ মেলাও , 1×3=3

A

২.৭) ক্রোমাটিড

২.৮) ইনসুলিন

২.৯) সম বিভাজন

B

(ক) অপত্য ক্রোমোজম

(খ) মাইটোসিস

(গ) রক্তে শর্করার মাত্রা হ্রাস

(ঘ) মিয়োসিস

● একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও:1×2=2

২.১০) বিসদৃশ বেছে লেখ : চক্ষু, লঘু মস্তিষ্ক , অটোলিথ যন্ত্র , অর্ধচন্দ্রাকর নালী ।

২.১১) উদ্ভিদের কোষ বিভাজনে অনুনালিকার ভূমিকা কি?

বিভাগ - গ

৩) নিজের ছয়টি প্রশ্নের মধ্যে চারটি প্রশ্নের উত্তর দুই তিনটি বাক্যে লেখ। 2×4=8

৩.১) আপাতকালীন হরমোন হিসেবে অ্যাড্রিনালিনের দুটি কাজ লেখ।

৩.২) কোনো জীব কোষে অনেকগুলি নিউক্লিয়াস দেখতে পেলে তুমি কি সিদ্ধান্তে আসবে ?

৩.৩) বল ও সকেট এবং কব্জা সন্ধির একটি করে উদাহরণ সহ সংজ্ঞা দাও।

৩.৪) টেট্রাড কাকে বলে?

৩.৫) "একজন মানুষ কাছের জিনিস স্পষ্ট দেখলেও দূরের জিনিস অস্পষ্ট দেখে"-এরকম সমস্যার কারণ ও প্রতিকার কি কি হতে পারে বলে তুমি মনে কর?

৩.৬) ফোরমেন অফ মনরো কি?

বিভাগ - ঘ

8) নীচের তিনটি প্রশ্ন বা তার বিকল্পের উত্তর দাও : 5×3=15

8.১) মানুষের অক্ষিগোলকের লম্বচ্ছেদ এর পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করে নীচের চারটি অংশ চিহ্নিত কর- (ক) কর্নিয়া,(খ) ফোভিয়া সেন্ট্রালিস,(গ) সাস্পেনসরি লিগামেন্ট (ঘ) লেন্স । 3+2

অথবা , একটি আদর্শ ইউক্যারেটিক ক্রোমোজোমের চিত্র অঙ্কন করে নিম্নোক্ত অংশগুলো চিহ্নিত কর - (ক) ক্রোমাটিড, ( খ) গৌণ খাঁজ, (গ) স্যাটেলাইট (ঘ) সেন্ট্রোমিয়ার। 3+2

৪.২) বিশ্রামরত একটি প্রাণী গমনে উদ্যত হলো ,- এর সম্ভাব্য চারটি কারণ লেখো। হাইপোথ্যালামাস এর তিনটি কাজ লেখো। 2+3

অথবা,

বহুমূত্র রোগের কারণ উল্লেখ কর । ডিম্বাশয় থেকে ক্ষরিত তিনটি হরমোন এর নাম এবং কাজের একটি তালিকা তৈরি কর। 2+3

৪.৩) একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের প্রদত্ত অংশ গুলির গুরুত্ব লেখ - (a) সেন্ট্রোমিয়ার (,b) টেলোমিয়ার । কোষ বিভাজনে অংশগ্রহণকারী অঙ্গানুগুলির মধ্যে প্রদত্ত গুলির ভূমিকা কিরকম ? - (a) মাইক্রোটিউবিউল (b) রাইবোজম (c) নিউক্লিয়াস। 2+3

অথবা, কোষ চক্রের পর্যায়ে গুলি ছকের সাহায্যে দেখাও । কোষ বিভাজনের প্রোফেজ এবং টেলোফেজ দশায় যে বিপরীতমুখী ঘটনা গুলি ঘটে , এরূপ তিনটি বিপরীতধর্মী পরিবর্তন লেখো। 2+3

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url