দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 2 | WBBSE Class 10 History 2 Term Exam Mock Test

বিভাগ - ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। ১×১০=১০

১.১) ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহেরুর চিঠি গুলির অনুবাদ করেন -

(ক) মুন্সি প্রেম চাঁদ

(খ) কৃষ্ণ চন্দ্র

(গ) খুশবন্ত সিং

(ঘ) সাদ্দাত হাসান মান্টু

১.২) সোমপ্রকাশ হলো একটি -

(ক) দৈনিক পত্রিকা

(খ) সাপ্তাহিক পত্রিকা

(গ)মাসিক পত্রিকা

(ঘ) পাক্ষিক পত্রিকা

১.৩) কোন বাঙালি ছাত্র প্রথম শবব্যবচ্ছেদ করে?-

(ক) উমাচরণ সেঠ

(খ)তারকনাথ পালিত

(গ) নীলরতন সরকার

(ঘ)মধুসূদন গুপ্ত

১.৪) যে গভর্নর জেনারেলের শাসনকালে সাধারণ জন শিক্ষা কমিটি গঠিত হয়?-

(ক) লর্ড ওয়েলেসলি

(খ) লর্ড হেস্টিং

(গ) মেকলে

(ঘ) লর্ড আর্মহাস্ট -এর শাসনকালে

১.৫) কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য ছিলেন-

(ক) লর্ড ক্যানিং

(খ) উইলিয়াম কোলভিন

(গ) গুরুদাস বন্দ্যোপাধ্যায়

(ঘ)আশুতোষ মুখোপাধ্যায়

১.৬) দীনবন্ধু মিত্রের নীলদর্পণ একটি-

(ক) ব্যঙ্গাত্মক নাটক

(খ) জীবনী মূলক নাটক

(গ) ধর্মীয় নাটক

(ঘ)জাতীয়তা বোধ মূলক নাটক

১.৭) ভারতের প্রথম নীলকর ছিলেন-

(ক) ক্যারেল ব্লুম

(খ) লুইবোনাড

(গ) ব্লয়ার ব্যাটেল

(ঘ) ব্র্যাডল বার্ড

১.৮) রফিক মন্ডল যুক্ত ছিলেন কোন বিদ্রোহের সঙ্গে?-

(ক) নিল

(খ) কোল

(গ)সাঁওতাল

(ঘ) সন্ন্যাসী-ফকির

১.৯) হুল কথার অর্থ -

(ক) বিপ্লব

(খ) বিদ্রোহ

(গ)প্রতিরোধ

(ঘ)আন্দোলন

১.১০) ভারতে কোম্পানি প্রথম অরণ্য আইন পাস করে-

(ক) ১৮৫৯ খ্রিস্টাব্দে

(খ)১৮৬০ খ্রিস্টাব্দে

(গ) ১৮৬৫ খ্রিস্টাব্দে

(ঘ)১৮৭৮ খ্রিস্টাব্দে

বিভাগ খ।

১×৬=৬

২।নীচের প্রশ্নগুলির উত্তর দাও।

উপবিভাগ:: ২.১::-- একটি বাক্যে উত্তর দাও।

২.১.১) বাংলায় কোন শতককে নবজাগরণের শতক বলা হয়?

২.১.২) কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়?

উপবিভাগ::২.২::-- ঠিক বা ভুল নির্ণয় কর।

২.২.১) সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক ছিলেন দ্বারকানাথ বিদ্যাভূষণ।

২.২.২) ফরাজী একটি উপজাতির নাম।

উপবিভাগ:: ২.৩::- নিম্নলিখিত বিবৃতি গুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো।

২.৩.১) বিবৃতি:- বিদ্যাসাগরকে নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত বলা হয়।

ব্যাখ্যা ১:- তিনি নারীদের শিক্ষিত করে তুলেছিলেন।

ব্যাখ্যা ২ :- তার উদ্যোগে বিধবা বিবাহ চালু হয়।

ব্যাখ্যা ৩:- তিনি নারীদের সর্বাঙ্গীন উন্নতির দিকে নজর দিয়েছিলেন।

২.৩.২) বিবৃতি:-বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচার করেন।

ব্যাখ্যা ১:- বিরসা মুন্ডা এক নতুন ধর্মমত প্রচারের মাধ্যমে ধর্ম গুরু হতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ২:- বিরসা মুন্ডা ধর্মীয়ভাবে মুন্নাদের ঐক্যবদ্ধ করতে চেয়েছিলেন।

ব্যাখ্যা ৩:- বিরসা মুন্ডা সর্বধর্ম সমন্বয়ী মনোভাব গড়ে তুলতে চেয়েছিলেন।

বিভাগ - গ।

২×৪=৮

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে কোন চারটি)

৩.১) কার আমলে, কবে ভারতে পুলিশ বিভাগ গঠিত হয়?

৩.২) মেকলে মিনিট কী?

৩.৩) ভারতবর্ষীয় ব্রাহ্মসমাজ বিভক্ত হয় কেন?

৩.৪) খুৎকাঠি প্রথা কী?

৩.৫) বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কী?

বিভাগ ঘ

৪।সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যেকোনো দুটি)। ৪×২=৮

৪.১) ইতিহাস চর্চায় স্থানীয় ইতিহাস গুরুত্বপূর্ণ কেন?

৪.২) চিকিৎসা বিদ্যা চর্চার ইতিহাসে কলকাতা মেডিকেল কলেজের অবদান আলোচনা কর।

৪.৩) মুন্ডা বিদ্রোহের কারণ গুলি লেখ।

বিভাগ ঙ।

৮×১=৮

৫। ১৫-১৬ টি বাক্যে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও।

৫.১)ইতিহাসের উপাদান রূপে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ এর গুরুত্ব লেখো। ৮

৫.২)শিক্ষা বিস্তারের ক্ষেত্রে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী ?উচ্চশিক্ষা বিকাশের কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা কর। ৫+৩

৫.৩)নীল বিদ্রোহের কারণ কী ছিল? এই বিদ্রোহের গুরুত্ব লেখো। ৫+৩

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url