দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 2 | WBBSE Class 10 Geography 2 Term Exam Mock Test

Question Paper

বিভাগ- ক

  1. নদীর গতিবেগ দ্বিগুণ হলে তার বহন ক্ষমতা বৃদ্ধি পায়-

    1. চারগুণ
    2. ১৬ গুণ
    3. ৩২ গুণ
    4. ৬৪ গুণ
  2. পাখির পায়ের মতো আকৃতির বদ এর গঠিত হয়েছে -

    1. মিসিসিপি মিসৌরি
    2. সিন্ধু নদের
    3. নীলনদের মোহনাতে
  3. বিশ্বের দীর্ঘতম মহাদেশীয় হিমবাহ হল -

    1. হুবার্ড
    2. মালাস্পিনা
    3. ল্যাম্বারড
    4. বিয়ারো
  4. ভারতের বৃহত্তম অঙ্গরাজ্যের নাম-

    1. রাজস্থান
    2. মধ্যপ্রদেশ
    3. বিহার
    4. সিকিম
  5. ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হল-

    1. সুন্দরবন
    2. সিমলা
    3. ভিতরকণিকা
    4. ডুয়ার্স
  6. ভারতের মৃত্তিকা গবেষণাগারটি অবস্থিত-

    1. দেরাদুনে
    2. লখনৌ
    3. কলকাতায়
    4. ভোপালে
  7. ভারতের বৃহত্তম বহুমুখী নদী পরিকল্পনাটি হল-

    1. দামোদর প্রকল্প
    2. ভাকরা নাঙ্গাল প্রকল্প
    3. হিরাকুদ প্রকল্প
    4. সর্দার সরোবর প্রকল্প
  8. লোয়েস সমভূমিকে উত্তর আমেরিকায় বলা হয়-

    1. অ্যাডোব
    2. লিমন
    3. মেসা
    4. সেডান

বিভাগ- খ

২.১। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ কর

  1. "City of spices"নামে ___ শহর পরিচিত

    1. নিউ ডিল্লি
    2. মুম্বাই
    3. কোচিবাহের
    4. কলকাতা
  2. ____হল ভারত ও পাকিস্তানের সীমানা

    1. বিষুবামিত্রোপর্যন্ত
    2. বিষুবামিত্র
    3. সিন্ধু
    4. ব্রাহ্মপুত্র
  3. হিমালয়ের পাদদেশ বরাবর ক্ষুদ্র ক্ষুদ্র প্রস্তরখণ্ড আবৃত ত্রিকোণাকার ভূ-ভাগই হল_

    1. সাহিয়াদ্রি
    2. সবর্বভূম
    3. ত্রিশূল
    4. অন্নাপুর্ণা

২.২) "শুদ্ধ" ও "অশুদ্ধ" নির্ণয় কর

  1. বিহার ও ছত্রিশগড় রাজ্যে ক্রান্তীয় চিরহরিৎ বনভূমি দেখা যায়।

    1. শুদ্ধ
    2. অশুদ্ধ
  2. সিফ বালিয়াড়ির মধ্যবর্তী করিডর গুলিকে সাহারায় গাউড বলে।

    1. শুদ্ধ
    2. অশুদ্ধ

২.৩) একটি বা দুটি শব্দে উত্তর দাও

  1. রাবার গাছের রস কি নামে পরিচিত?
  2. মরুভূমি অঞ্চলে তিনদিক মসৃণ যে প্রস্তরখণ্ড দেখা যায় তাদের কি বলে?
  3. ভারতের দীর্ঘতম উপনদী কোনটি?

বিভাগ- গ

  1. নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও।

    1. নগ্নীভবন বলতে কী বোঝো? অথবা, দক্ষিণ ভারতের নদীগুলির যেকোনো দুটি বৈশিষ্ট্য লেখ
    2. রেগুর বলতে কী বোঝো? অথবা, গ্রেট গ্রীন ওয়াল কি?
    3. ক্রেভাস কি? অথবা, পাখির পায়ের মতো বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়?
    4. আল্পিয় উদ্ভিদ বলতে কী বোঝো? অথবা, ভারতের করমন্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন?

বিভাগ- ঘ

  1. সংক্ষিপ্ত ব্যাখ্যা মূলক উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়)।

    1. রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখ তিনটি বা, "মৃত্তিকা ভারতের স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক"- উদাহরণ সহকারে ব্যাখ্যা কর
    2. 'হিমালয় পর্বতের অবস্থান ভারতীয় জলবায়ুর এক গুরুত্বপূর্ণ নিয়ন্ত্রক'- কারণ সহকারে ব্যাখ্যা কর বা, টীকা লেখ - সিফ বালিয়াড়ি

বিভাগ- ঙ

  1. নিচের যেকোনো দুটি প্রশ্নের উত্তর দাও।

    1. হিমবাহ ও জলধারার মিলিত সঞ্চয়কার্যের ফলে সৃষ্ট প্রধান তিনটি ভূমিরূপ গুলির চিত্রসহ বর্ণনা দাও বা, নদীর নিম্ন গতিতে সৃষ্ট ভূমিরূপ গুলির চিত্রসহ বর্ণনা করো (যেকোন তিনটি)
    2. ভারতের জলবায়ুতে মৌসুমি বায়ুর প্রভাব লেখ।
    3. পার্থক্য লেখ- উত্তর ভারতের নদনদী ও দক্ষিণ ভারতের নদনদী
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url