দশম শ্রেণীর জীবনবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 Life Science 1 Term Exam Mock Test

Questions

বিভাগ-ক

১‌। সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো:- ১×৮=৮

  1. ১.১. ন্যাস্টিক চলন সম্পর্কিত নির্ভুল বক্তব্যটি শনাক্ত করো-

    • (ক) ইহা একপ্রকার স্বতঃস্ফূর্ত সামগ্রিক চলন
    • (খ) সাধারণত তরুণ উদ্ভিদ অঙ্গে এই প্রকার চলন পরিলক্ষিত হয়
    • (গ) ইহা একপ্রকার প্যারাটনিক চলন
    • (ঘ) প্রদত্ত কোনো বক্তব্যই নির্ভুল নয়
  2. ১.২. জিব্বেরেলিন হরমোন সংক্রান্ত যে বক্তব্যটি সম্পূর্ণ নির্ভুল নয়-

    • (ক) ইহা ɑ-অ্যামাইলেজ উৎসেচকের সক্রিয়করণে সাহায্য করে
    • (খ) ইহা বোল্টিং এবং ফ্লাওয়ারিং-এ সাহায্য করে
    • (গ) ইহা শুধুমাত্র জাইলেম কলার মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় পরিবাহিত হয়
    • (ঘ) ইহা অক্সিনের উপস্থিতিতে ফলের বৃদ্ধি ঘটায়
  3. ১.৩. অন্তঃক্ষরা গ্রন্থি নিঃসৃত হরমোন সংক্রান্ত যে বক্তব্যটি নির্ভুল নয়-

    • (ক) থাইরক্সিন হরমোনে চারটি আয়োডিন অণু বর্তমান
    • (খ) এপিনেফ্রিন হল একপ্রকার ক্যাটেকল বর্গযুক্ত হরমোন
    • (গ) শুক্রাশয় থেকে রিল্যাক্সিন হরমোন ক্ষরিত হয় না
    • (ঘ) গোনাডোট্রফিক হরমোন এরিথ্রোপোয়েসিসে সাহায্য করে
  4. ১.৪. মানব মস্তিষ্কের যে অংশটি পেরিস্ট্যালসিসে সাহায্য করে থাকে-

    • (ক) সেরিব্রাম
    • (খ) মেডালা অবলংগাটা
    • (গ) পনস
    • (ঘ) সুপিরিয়র কলিকিলি
  5. ১.৫. মাছের পটকার গ্যাস উৎপাদনকারী গ্রন্থিটি হল-

    • (ক) রেড গ্রন্থি
    • (খ) গ্রিন গ্রন্থি
    • (গ) রেটিয়া মিরাবিলিয়া
    • (ঘ) কক্সাল গ্রন্থি
  6. ১.৬. গুয়ানিন ও সাইটোসিনের মধ্যে হাইড্রোজেন বন্ধনীর সংখ্যা-

    • (ক) একটি
    • (খ) দুটি
    • (গ) তিনটি
    • (ঘ) চারটি
  7. ১.৭. উদ্ভিদ রেণুতে ক্রোমোজোম সংখ্যা কত হলে মেসোফিল কলাকোশের ক্রোমোজোম সংখ্যা ৩২ হবে ?

    • (ক) ৮
    • (খ) ১৬
    • (গ) ৩২
    • (ঘ) ৬৪
  8. ১.৮. একটি কোশ থেকে কতবার মাইটোসিস বিভাজন হলে ১২৮টি অপত্য কোশ সৃষ্টি হবে ?

    • (ক) ৩২ বার
    • (খ) ১৬ বার
    • (গ) ৭ বার
    • (ঘ) ১৬ বার

বিভাগ-খ

২। নির্দেশ অনুসারে উত্তর প্রদান করো (যে-কোনো ৯টি):- ১×৯=৯

  1. ■ একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দাও (যে-কোনো ২টি):- ১×২=২

    • ২.১. নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপকের নাম উল্লেখ করো।
    • ২.২. একটি প্রকল্পিত ফাইটোহরমোনের উদাহরণ দাও।
    • ২.৩. ‘কোশের আণবিক ঘড়ি’ কাকে বলে ?
  1. শূন্যস্থান পূরণ করো (যে-কোনো ২টি):- ১×২=২

    • ২.৪. অ্যাডিনোহাইপোফাইসিস এবং নিউরোহাইপোফাইসিসের মধ্যবর্তী ক্ষুদ্র স্থান __ নামে পরিচিত।
    • ২.৫. কাইনেটোকোর হল ___ টি স্তরবিশিষ্ট ক্রোমোজোমীয় অংশবিশেষ।
    • ২.৬. মেটাকাইনেসিস ঘটে মাইটোসিস কোশ বিভাজনের ___ দশায়।

সত্য বা মিথ্যা নিরূপণ করো (যে-কোনো ২টি): ১×২=২

  1. ২.৭. লোভনীয় খাদ্যের দর্শনে লালাক্ষরণ হওয়া একটি অর্জিত প্রতিবর্ত ক্রিয়া।
  2. ২.৮. মানুষের হাঁটু হল একটি পিভট সন্ধি।
  3. ২.৯. অণুনালিকা টিউবিউলিন প্রোটিন দ্বারা তৈরি হয়।

স্তম্ভ মেলাও (যে-কোনো ৩টি):- ১×৩

বামস্তম্ভ ডানস্তম্ভ
২.১০. টেলোমিয়ার (ক) স্মৃতিশক্তি
২.১১. ওয়ালডেয়ার (খ) পৌণপৌনিক DNA
২.১৩. সেরিব্রাম (গ) ক্রোমোজোম নামকরণ
(ঘ) ভারসাম্য রক্ষা

বিভাগ-গ

৩। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৪টি): ২×৪=৮

  1. ৩.১. জাইলেম কলার মাধ্যমে অক্সিনের পরিবহণ সম্ভব নয় কেন ?

  2. ৩.২. পাহাড়ি অঞ্চলের লোকেদের গয়টার বেশি হওয়ার কারণ কী ?

  3. ৩.৩. দূরের ও কাছের বস্তু দেখার ক্ষেত্রে সিলিয়ারি পেশির ভূমিকা উল্লেখ করো।

  4. ৩.৪. পাখির পালক বাতাসের চাপে ছিঁড়ে যায় না কেন ?

  5. ৩.৫. বেমযন্ত্র কাকে বলে ?

  6. ৩.৬. উদ্ভিদ কোশের মাইটোসিসকে অ্যানাস্ট্রাল মাইটোসিস বলা হয় কেন ?

বিভাগ-ঘ

৪। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়):- ৫×৩=১৫

  1. ৪.১. একটি সরল প্রতিবর্ত চাপের বিজ্ঞানসম্মত ও পরিচ্ছন্ন চিত্রাঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো।

    • ● স্নায়ুকেন্দ্র
    • ● অন্তর্বাহী নিউরোন
    • ● সাইন্যাপস
    • ● অ্যাডজাস্টার নিউরোন।
  2. or,

  3. একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের বিজ্ঞানসম্মত ও পরিচ্ছন্ন চিত্রাঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো-

    • ● কাইনেটোকোর
    • ● স্যাটেলাইট
    • ● পেলিকল
    • ● সেন্ট্রোজোম।
  4. ৪.২. রক্তশর্করা নিয়ন্ত্রণে ইনসুলিন ও গ্লুকাগন হরমোনের ভূমিকা উল্লেখ করো।রক্তসংবহনতন্ত্রের উপর এপিনেফ্রিন হরমোনের প্রভাব উল্লেখ করো। (৩+২)

  5. or,

  6. কৃষির ফলনবৃদ্ধি ও আগাছা সমস্যা সমাধানে সংশ্লেষিত উদ্ভিদ হরমোনের ভূমিকা বিশ্লেষণ করো। একটি গ্যাসীয় উদ্ভিদ হরমোনের সংকেত লেখো। (৪+১)

  7. ৪.৩. চিত্রসহ মাইটোসিস কোশ বিভাজনের তৃতীয় দশার ঘটনাগুলি নির্ভুল ক্রমানুযায়ী তালিকাভুক্ত করো। (৫)

  8. or,

  9. মিয়োসিস কোশ বিভাজনের গুরুত্বগুলি সঠিক কারণসহ বিবৃত করো। সাইন্যাপটোনেমাল কমপ্লেক্স কী ? (৩+২)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url