দশম শ্রেণীর ভৌতবিজ্ঞান প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 Physical Science 1 Term Exam Mock Test

বিভাগ - ক

1. সঠিক উত্তরটি নির্বাচন করে লেখ: 1×7 = 7

(i) বায়োফুয়েলের মূল উপাদান— (a) কার্বন-ডাই-অক্সাইড, (b) ইথানল, (c) মিথানল, (d) ইথার।

(ii) স্থির চাপে নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন V বনাম t°C উষ্ণতার লেখচিত্রটি হল— (a) মূলবিন্দুগামী সরলরেখা, (b) X অক্ষের সমান্তরাল সরলরেখা, (c) মূলবিন্দুগামী সরলরেখা নয়, (d) সমপরাবৃত্তাকার।

(iii) উত্তল দর্পণ দ্বারা গঠিত প্রতিবিম্ব হবে— (a) সমশীর্ষ ও ক্ষুদ্র, (b) সমশীর্ষ ও বড়, (c) অবশীর্ষ ও ক্ষুদ্র, (d) অবশীর্ষ ও বড়।

(iv) 10 cm ফোকাস দূরত্বের অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে সমান আকারের প্রতিবিম্ব পাওয়া যায়?— (a) 5 cm, (b) 20 cm, (c) 15 cm, (d) 10 cm

(v) দিনের বেলায় আকাশকে নীল দেখায় কারণ আলোর— (a) বিক্ষেপণ, (b) প্রতিফলন, (c) প্রতিসরণ, (d) বিচ্ছুরণ।

(vi) কোনটি চ্যালকোজেন মৌল— (a) K (b) P (c) S (d) Be

(vii) অক্সিজেনের একটি তড়িৎযোজী যৌগ হল— (a) CO2 (b) SO2 (c) NO2 (d) K2O

বিভাগ - খ

2. নীচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর লেখ: ( বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 1×9 = 9

(i) ভূ-উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ কর। অথবা, LPG এর তাপনমূল্য 50 kJ/g এর অর্থ কী?

(ii) সৌর কোশে ব্যবহৃত অর্ধপরিবাহীটির নাম কী?

(iii) চার্লসের সূত্রের V-θ লেখচিত্রের প্রকৃতি কী?

(iv) SI এককে সর্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত?

(v) শূন্যস্থানের পরম প্রতিসরাঙ্ক কত? অথবা, কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্কের সঙ্গে আলোর গতিবেগের সম্পর্ক কীরূপ?

(vi) f ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট কোনো উত্তল লেন্স থেকে 2f দূরত্বে কোনো বস্তুকে রাখা হলে বস্তু ও প্রতিবিম্বের আকারের সম্পর্কটি লেখ।

(vii) m > 1 ও m < 1 হলে, প্রতিবিম্বের আকার কেমন হবে?

(viii) S, F, Cl, O, Br মৌল গুলির মধ্যে কোনগুলির রাসায়নিক ধর্মের মিল আছে?

(ix) একটি রঙিন যৌগের নাম লেখ যা তড়িৎযোজী? অথবা, এমন একটি আয়নীয় যৌগের উদাহরণ দাও যার ক্ষেত্রে অষ্টক সূত্র প্রযোজ্য নয়।

বিভাগ - গ

3. নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর লেখ। 2×6 = 12

(i) ওজোন স্তর ধ্বংসে নাইট্রোজেন যৌগসমূহের ভূমিকা লেখ।

(ii) কোনো গ্যাসের আয়তন উল্লেখ করার সময় গ্যাসের চাপ ও উষ্ণতা উল্লেখ করা হয় কেন? অথবা, আদর্শ গ্যাস সমীকরণটি লেখ। এই সমীকরণটি থেকে মোলার ভর গণনা করা হয় কিভাবে?

(iii) আলোর প্রতিসরণে স্নেলের সূত্র প্রযোজ্য না হওয়ার শর্ত লেখ। অথবা, বিপদ সংকেত হিসেবে লাল আলো ব্যবহার করা হয় কেন?

(iv) ডোবেরিনারের ত্রয়ী সূত্রটি লেখ। অথবা, A মৌলটির পরমাণু ক্রমাঙ্ক 12, পর্যায় সারণিতে মৌলটির অবস্থান নির্ণয় কর।

(v) NaCl এর লুইস ডট চিত্র অঙ্কন কর।

(vi) কোসেল আয়নীয় বন্ধন গঠন কিভাবে ব্যাখ্যা করেন?

বিভাগ - ঘ

4. নীচের প্রশ্নগুলির উত্তর দাও: (বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়) 3×4 =12

(i) 76 সেমি Hg চাপে 30°C তাপমাত্রায় কোনো গ্যাসের আয়তন 300 cc। তাপমাত্রা স্থির রেখে চাপ 42 সেমি Hg করলে গ্যাসের আয়তন কত হবে? (3)

অথবা, গ্যাসের গতিতত্ত্বের প্রধান স্বীকার্য বিষয় গুলি লেখ। (3)

(ii) উপাক্ষীয় রশ্মির ক্ষেত্রে, প্রমাণ করো অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ ফোকাস দূরত্বের দ্বিগুণ। (3)

(iii) লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোকরশ্মির প্রতিসরণের চিত্র অঙ্কন করো এবং কৌণিক চ্যুতি নির্ণয় কর। (3)

অথবা, বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক √2 । বায়ুতে আলোকরশ্মির আপতন কোণ 45° হলে, প্রতিসরণের ক্ষেত্রে ওই রশ্মির চ্যুতিকোণ কত হবে নির্ণয় করো।(3)

(iv) A, B ও C তিনটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে 3, 11, 19। (a) পর্যায় সারণিতে তিনটি মৌলের অবস্থান কোন পর্যায় ও কোন শ্রেণীতে? (b) এদের মধ্যে কার ধাতব গুণ সবচেয়ে বেশি? (iii) B এর সঙ্গে ক্লোরিনের বিক্রিয়ায় গঠিত যৌগের সংকেত ও প্রকৃতি লেখো। (1+1+1)

অথবা, পর্যায় সারণীতে মৌলের জারণ-বিজারণ ধর্মের পর্যাবৃত্তি কীভাবে ঘটে তা উদাহরণসহ উল্লেখ করো। (3)

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url