দশম শ্রেণীর বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 Bengali 1 Term Exam Mock Test

১। ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখ। ১×৫=৫

১.১) তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন?

(ক) ধ্রুবতারা

(খ)শুকতারা

(গ)সন্ধ্যা তারা

(ঘ) রং মশাল

১.২) "বছরগুলো /নেমে এলো তার মাথার ওপর ।"-- বছরগুলো তার মাথার ওপর নেমে এসেছিল -

(ক) বৃষ্টির মতো

(খ) রক্তের একটা কালো দাগের মতো

(গ)রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

(ঘ) পরপর পাথরের মতো

১.৩) কখনো শিংএর নিবের মুখে বসানো হতো-

(ক)সোনা

(খ)হীরা

(গ)প্লাটিনাম

(ঘ)প্লাস্টিক

১.৪) বন্ধুগণ, আমার কথা শনুন। - এখানে 'বন্ধুগণ' পদটি হল-

(ক) সম্বন্ধপদ

(খ) সম্বোধন পদ

(গ) কর্মকারক

(ঘ) কোনোটিই নয়

১.৫) বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়া ভিন্ন অন্য পদের সম্পর্ককে বলা হয়-

(ক)সম্বন্ধ পদ

(খ)সম্বোধন

(গ) কারক

(ঘ)বিভক্তি

২। কমবেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর লেখ। ১×৫=৫

২.১) "পৃথিবীতে এমন অলৌকিক ঘটনাও ঘটে?" -- ' অলৌকিক ঘটনা' বলতে কী বোঝানো হয়েছে?

২.২) "দাঁড়াও ওই মানহারা মানবির দ্বারে।" -- মানবী মানহারা কেন?

২.৩)"দার্শনিক তাকেই বলি" - লেখক কাকে দার্শনিক বলেছেন?

২.৪) নিরপেক্ষ কর্তা বলতে কী বোঝো? উদাহরণ দাও।

২.৫) বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখ।

৩।কমবেশি ৬০ টি শব্দে উত্তর দাও।

৩.১)"আয় আরো বেঁধে বেঁধে থাকি।"-এ আমন্ত্রণের কারণ কী?

৩.২)"কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল।"- কোন কথা শুনে,কেন তপনের চোখ মার্বেল হয়ে গেল? 'মার্বেল হয়ে গেল' কথাটি কি অর্থে ব্যবহৃত হয়েছে?

৪। কম-বেশি ১৫০ শব্দে উত্তর দাও। ৫×২=১০

৪.১) ছোটগল্প হিসেবে জ্ঞানচক্ষু গল্পের সার্থকতা বিচার কর।

৪.২) ইউরোপীয় সাম্রাজ্যবাদী গোষ্ঠীর বিরুদ্ধে রবীন্দ্রনাথ ঠাকুরের বহুকালের পুঞ্জিভূত ক্ষোভ প্রকাশ পায় আফ্রিকা কবিতার মধ্যে ।- মন্তব্যটির সপক্ষে যুক্তি স্থাপন কর। ৫

অথবা ,

"সেই মেয়েটির মৃত্যু হলো না ।"কোন মেয়েটির কথা বলা হয়েছে? আর কে জীবিত ছিল? মেয়েটিকে জীবিত রাখার মধ্য দিয়ে কবি কোন ভাব সত্যকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তা নিজের ভাষায় লেখ। ১+১+৩

৫। কমবেশি ১৫০ শব্দে যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫

৫.১) কালি কলমের প্রতি ভালোবাসা 'হারিয়ে যাওয়া কালি' কলম প্রবন্ধ যেভাবে ফুটে উঠেছে তা আলোচনা কর। এগুলিকে হারানোর বেদনা কিভাবে প্রকাশ পেয়েছে? ৩+২

৫.২) "মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির কত না সম্মান।"-- তাদের বলতে কাদের কথা বলা হয়েছে ?তাদের খাতির ও সম্মানের পরিচয় দাও। ১+৪

৬। কমবেশি ১৫০ শব্দের যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও। ৫×১=৫

৬.১) "প্রথমদিকে লীলাবতী বিদ্রোহী হয়েছিল।"-- লীলাবতীর সংক্ষিপ্ত পরিচয় দাও। তার বিদ্রোহী হওয়ার কারণ কি ছিল? ৩+২

৬.২) কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। ৫

৭। চলিত গদ্যে অনুবাদ করো।

Education has no end. So you should keep up your reading. Many young man close their books when they have taken their degrees and learn no more. Therefore they very soon forget all they ever learnt.

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url