দশম শ্রেণীর ইতিহাস প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 History 1 Term Exam Mock Test

বিভাগ-ক

১। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো: ১×১০

১.১. ‘সুবর্ণরেখা’ চলচ্চিত্রটির পরিচালক হলেন- (ক) মৃণাল সেন, (খ) সত্যাজিৎ রায়, (গ) তপন সিংহ, (ঘ) ঋত্বিক ঘটক ।

১.২. ‘বিপ্লবী চিন্তাধারার জনক’ নামে পরিচিত ছিলেন- (ক) বাল গঙ্গাধর তিলক, (খ) বিপিনচন্দ্র পাল, (গ) অরবিন্দ ঘোষ, (ঘ) জানকীনাথ বসু ।

১.৩. ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার দ্বিতীয় স্বত্বাধিকারী ছিলেন- (ক) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়, (খ) মধুসূদন রায়, (গ) গিরিশচন্দ্র ঘোষ, (ঘ) সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় ।

১.৪. ‘লরেটো হাউস স্কুল’ প্রতিষ্ঠিত হয়- (ক) ১৮১৯ খ্রিস্টাব্দে, (খ) ১৮৩৫ খ্রিস্টাব্দে, (গ) ১৮৫৫ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৪২ খ্রিস্টাব্দে ।

১.৫. নব্যবঙ্গ গোষ্ঠীর সদস্যদের ‘ভ্রান্ত পুথিপড়া বুদ্ধিজীবী’ বলে অভিহিত করেছেন- (ক) ডেভিড কফ, (খ) উইলিয়াম হান্টার, (গ) কৃষ্ণদাস পাল, (ঘ) কিশোরীচাঁদ মিত্র ।

১.৬. ‘ভারত শ্রমজীবী’ পত্রিকা প্রকাশিত হয়- (ক) ১৮৭০ খ্রিস্টাব্দে, (খ) ১৮৭২ খ্রিস্টাব্দে, (গ) ১৮৭৮ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৮৯ খ্রিস্টাব্দে ।

১.৭. ভারতীয় বনবিভাগের সূচনা হয়- (ক) ১৮৬৪ খ্রিস্টাব্দে, (খ) ১৮৬৬ খ্রিস্টাব্দে, (গ) ১৮৬৩ খ্রিস্টাব্দে, (ঘ) ১৮৬৫ খ্রিস্টাব্দে ।

১.৮. ‘দক্ষিণ-পশ্চিম সীমান্ত এজেন্সি’ যুক্ত ছিল যে বিদ্রোহের সঙ্গে- (ক) চুয়াড় বিদ্রোহ, (খ) কোল বিদ্রোহ, (গ) রংপুর বিদ্রোহ, (ঘ) মুন্ডা বিদ্রোহ ।

১.৯. রংপুরের কৃষকরা বিদ্রোহ করেছিল যার বিরুদ্ধে- (ক) দেবী সিংহ, (খ) গোকুল ঘোষাল, (গ) নুরুল উদ্দিন, (ঘ) আবু তোরাফ ।

১.১০. পীতাম্বর শ্রীনিবাস যে বিদ্রোহের নেতা ছিলেন, তা হল- (ক) নীল বিদ্রোহ, (খ) সন্ন্যাসী-ফকির বিদ্রোহ, (গ) খেরওয়ার আন্দোলন, (ঘ) বাস্তার বিদ্রোহ ।

বিভাগ-খ

২। নীচের প্রশ্নগুলির উত্তর দাও: ১×৬=৬

উপবিভাগ-২.১

একটি বাক্যে উত্তর দাও: ১×২=২

২.১.১. ‘বিরিয়ানি’ খাবার প্রথম কারা তৈরি করে ?

২.১.২. ‘ফকির অব জঙ্ঘিরা’ কবিতাটি কার লেখা ?

উপবিভাগ-২.২

ঠিক বা ভুল নির্ণয় করো: ১×২=২

২.২.১. রানি রাসমণি হলেন দক্ষিণেশ্বরের কালিমন্দিরের প্রতিষ্ঠাতা।

২.২.২. ‘ওয়াহাবি’ শব্দের অর্থ অবশ্য পালনীয় কর্তব্য।

উপবিভাগ-২.৩.

নিম্নলিখিত বিবৃতিগুলির সঙ্গে সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো: ১×২=২

২.৩.১. বিবৃতি: দক্ষিণ ভারতীয়রা টক জাতীয় খাদ্য ভক্ষণ করতে পছন্দ করেন।

ব্যাখ্যা ১: দক্ষিণ ভারতে টক জাতীয় ফলের আধিক্য দেখা যায়।

ব্যাখ্যা ২: দক্ষিণ ভারতীয়রা অধিক বমিপ্রবণ।

ব্যাখ্যা ৩: দক্ষিণ ভারতের অত্যাধিক গরমের কারণে শরীরকে সুস্থ রাখতে টক জাতীয় খাদ্য গ্রহণ করা প্রয়োজন।

ব্যাখ্যা ১: কারণ শুধু গ্রাম-বাংলায় নবজাগরণ হয়েছিল।

ব্যাখ্যা ২: কারণ এটি শুধুমাত্র শিক্ষিত শ্রেণির মধ্যে সীমাবদ্ধ ছিল।

ব্যাখ্যা ৩: কারণ এটি শুধুমাত্র সাহিত্যের মধ্যে সীমিত ছিল।

বিভাগ-গ

৩। দুটি অথবা তিনটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ৪টি): ২×৪=৮

৩.১. পাস্ট অ্যান্ড পেজেন্ট গোষ্ঠীর ইতিহাসচর্চা বলতে কী বোঝো ?

৩.২. সরকারী নথিপত্র বলতে কী বোঝো ?

৩.৩. নব্যবেদান্তবাদ কী ?

৩.৪. পাইকান জমি কী ?

৩.৫. তিন কাঠিয়া প্রথা বলতে কী বোঝায় ?

বিভাগ-ঘ

৪। সাত বা আটটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ২টি): ৪×২=৮

৪.১. নারী ইতিহাসচর্চার গুরুত্বগুলি বিবৃত করো‌।

৪.২. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে তৎকালীন কলকাতার বাবু সমাজের যে চিত্র তুলে ধরা হয়েছে তার বর্ণনা দাও।

৪.৩. উনবিংশ শতকে ভারতের বিভিন্ন অঞ্চলে উপজাতি ও কৃষক বিদ্রোহের কারণগুলি আলোচনা করো।

বিভাগ-ঙ

৫। পনেরো বা ষোলোটি বাক্যে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও (যে-কোনো ১টি) ৮×১=৮

৮.১. সামরিক ইতিহাসচর্চার নতুনত্বগুলি বিবৃত করো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বিরচিত ‘জীবনস্মৃতি’ গ্রন্থখানি কীভাবে ব্যক্তি ইতিহাসচর্চার আলেখ্য হয়ে উঠেছে ? (৪+৪)

৪.২. শ্রীরামকৃষ্ণের সর্বধর্মসমন্বয়ের আদর্শ বিবৃত করো। নব্যবঙ্গীয় আন্দোলনের সদর্ধক ও নঞর্থক দিকগুলি সম্পর্কে আলোকপাত করো। (৪+৪)

৪.৩. নীল বিদ্রোহের ক্ষেত্রে বাঙালি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির মনোভাব কীরূপ ছিল ? দুদুমিঞাঁ ও নোয়ামিঞাঁ কর্তৃক পরিচালিত আন্দোলনের ভিন্নধর্মী চরিত্র পরিলক্ষিত হওয়ার কারণ কী ছিল বলে তোমার মনে হয় ?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url