West Bengal Madhyamik, HS exam results | জেনে নিন ফলপ্রকাশের তারিখ এবং প্রক্রিয়া!
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীরা তৈরী হয়ে যাও ! তোমাদের মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক 2024 পরীক্ষার রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে, মনে হচ্ছে may মাসেই . আগের বছর মাধ্যমিক এর রেজাল্ট আউট হয়েছিল May 19 তে , এই বছর ও কিছুটা ওরকম ই আশা করা যায়.
দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাও তাদের পরীক্ষার রেজাল্ট may মাসেই আশা করতে পারে. গত বছর উচ্চমাধ্যমিক এর রেজাল্ট আউট হয়েছিল May 24 এ . দ্বাদশ শ্রেণীর রেজাল্ট check করার জন্য তোমাকে যেতে হবে অফিসিয়াল ওয়েবসাইট এ ( wbchse.wb.gov.in ), যেখানে তুমি তোমার রেজাল্ট এবং স্কোরবোর্ড ডাউনলোড করতে পারবে .
এবার বলা যাক কিভাবে তুমি মাধ্যমিক এর রেজাল্ট check করবে . তার জন্য তোমাকে যেতে হবে wbbse.wb.gov.in or wbresults.nic.in রেজাল্টের লিংক তাই ক্লিক করুন এবং তোমার registration number বা roll number, এবং তার সাথে date of birth দিয়ে সাবমিট করলেই তুমি তোমার রেজাল্টের পেয়ে যাবে.
একই ভাবে উচ্চমাধ্যমিক এর জন্য wbchse.wb.gov.in এ গিয়ে তোমার registration number বা roll number, এবং তার সাথে date of birth দিয়ে সাবমিট করলেই তুমি তোমার রেজাল্টের পেয়ে যাবে.
আগের বছর দ্বাদশ শ্রেণীর pass এর হার ছিল 89.3% এবং মাধ্যমিক এ এটা ছিল 86.15%.
মনে রাখবে পরের বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে March 3 থেকে 18 এবং মাধ্যমিক পরীক্ষা হবে February 12 থেকে 24 পর্যন্ত. বেশি জানকারীর জন্য অফিসিয়াল ওয়েবসাইট গুলি তে visit করুন wbbse.wb.gov.in or wbchse.wb.gov.in .