মাধ্যমিক ২০২৫ এর জন্য কিভাবে পড়াশোনা করবে | Tips, Tricks, Books, Proper Guidance for MP 2025

সদ্য রাজ্যের দুটি বড়ো পরীক্ষা শেষ হয়েছে- উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক। এই স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময়েই সকল ছাত্রছাত্রীদেরই ভাবতে হবে তাদের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে, তাদের উচ্চ শ্রেণিতে কোন বিভাগ চয়ন করবে তা নিয়ে। কিন্তু এসবের মধ্যেও তাঁদের ছোটো-ভাইবোনসম মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থীদের পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে মৃদু আলোকপাত করতে প্রয়াসী হল কয়েকজন ২০২৪ সালের মাধ্যমিক ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষার্থীরা। মাধ্যমিক ২০২৫ সালের পরীক্ষার্থীদের জন্য এই গুরুত্বপূর্ণ অভিমতে তাঁরা ব্যক্ত করেছেন বিষয়ভিত্তিক প্রস্তুতি নেওয়ার কৌশল, কোন বিষয়ের কোন কোন ক্ষেত্রটি অধিক গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে, কীভাবে পড়লে সহজেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারা যাবে প্রভৃতি অনেক বিষয়। এসবের বিস্তৃত বিবরণ নিম্নে বর্ণিত হলো। আশা করি আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা অবশ্যই তরুণ পুষ্পসম বর্তমান প্রজন্মের মাধ্যমিক পরীক্ষার্থীরা হৃদয়গ্রাহী হবে। এখানেই আমাদের পরিশ্রমের সার্থকতা। খুব ভালোভাবে প্রস্তুতি নিতে গেলে, বছরের প্রথম থেকেই ভালোভাবে মন দিয়ে পড়াশুনা চালিয়ে যাও। সাজেশন নির্ভর পড়াশোনা কোরো না। আমি বলব ভালোভাবে পড়াশোনা করো, মোটেই এই ভেবে বিভ্রান্ত হবে না যে এখনও তো ঢের সময় আছে, হয়ে যাবে সব ঠিক।

বাংলার ক্ষেত্রে 

দৈনিক যেকোনো পাঠ্য খুঁটিয়ে পড়বে এবং তারপর সেই পাঠ্যের উপর যতগুলি ৩ ও ৫ নম্বরের প্রশ্ন হওয়া সম্ভব সেগুলো একটি সুনির্দিষ্ট খাতায় গুছিয়ে উত্তর লিখবে। এক্ষেত্রে একটা কথা বলে রাখি, বাংলার জন্য অন্তত দুটি সহায়িকা অবশ্যই অনুসরণ করবে (রায় ও মার্টিন এবং মৌলিক লাইব্রেরী হল এমন দুটি খ্যাতনামা ও সেরা প্রকাশক) কখনই প্রয়োজন না হলে সহায়িকা থেকে ছোটো প্রশ্ন মুখস্থ করতে যাবে না, সে তোমার যতই মনে হোক তুমি ভুলে যাচ্ছ শর্ট প্রশ্ন। তুমি বারংবার একই পাঠ্য খুঁটিয়ে পড়তে পড়তে শর্ট কোয়েশ্চেন এ আশা করছি পারদর্শী হয়ে উঠবে। চেষ্টা করবে কোনি বইটি সম্পূর্ণ পড়ার পর প্রশ্নোত্তর অনুশীলন করার। ব্যাকরণের ক্ষেত্রে রোজ একটি সুনির্দিষ্ট টপিক শিখবে এবং সেসম্পর্কে যাবতীয় প্রশ্ন অনুশীলন করবে। 

ইংরেজির ক্ষেত্রে

পাঠ্যগুলো থেকে বিশ্লেষণধর্মী প্রশ্ন অনুশীলন করবে। আমরা গ্রুপে প্রত্যেকটি পাঠ্য থেকে এরূপ প্রশ্নের সমাহার নিয়ে আসব, তোমরা প্রস্তুত থেকো। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামার এবং রাইটিং। এদুটি বিভাগে পরীক্ষায় ভালো নম্বর পেতে এবং সর্বোপরি ভালো জ্ঞান অর্জন করতে অনুশীলন ব্যতিরেকে গতি নেই। তাই তোমাদের বলব যে, রোজ অন্তত টেস্ট পেপারের 3টে সেটের গ্রামার প্র্যাকটিস করো এবং ৩টে রাইটিং অবশ্যই প্র্যাকটিস করো। কারণ, গণিতের মতো ইংরেজিও একটি অনুশীলন নির্ভর বিষয়। তাই তুমি যত অনুশীলন করবে ততই উৎকৃষ্ট ফল পাবে।

 গণিতের ক্ষেত্রে 

রোজ অন্তত 2 ঘন্টা অনুশীলন করবে। যদি তুমি গণিতে পারদর্শী হও তাহলে 45 অনুশীলন করলে যথেষ্ট হবে। গণিতের জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি অংশটা খুবই গুরুত্ব সহকারে অনুশীলন করবে, পাটীগণিত, রাশিবিজ্ঞান, বীজগণিত সহজ আছে, তোমরা প্রোসিডিওরটা শুধু একটু দেখে নিলেই পেরে যাবে। ধারণা স্ফটিকস্বচ্ছ হয়ে গেলে চেষ্টা করবে কঠিনতম অঙ্কগুলো রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা বা এবিটিএ থেকে করার। আর হ্যাঁ, সমস্ত সূত্রগুলি খাতায় লিখে রাখবে এবং নিয়মিত পর্যবেক্ষণ করবে। এতে করে তুমি তোমার প্রস্তুতির উৎকৃষ্টকরণ ঘটাতে সক্ষম হবে।

ভৌতবিজ্ঞান এর ক্ষেত্রে

রোজ নির্দিষ্ট অধ্যায়ের নির্দিষ্ট কিছু টপিক পড়বে এবং অবশ্যই শর্ট নোটস বানাবে। এতে করে পরীক্ষার সময় সহজেই তুমি তোমার প্রস্তুতি চালাতে পারবে। সমস্ত সূত্রগুলো একটি নির্দিষ্ট কাগজে লিখে রাখবে এবং বারেবারে রিভিশন করবে।

 জীবনবিজ্ঞানের ক্ষেত্রে

প্রতিটি অধ্যায়ের প্রতিটি টপিককে খুঁটিয়ে পড়বে এবং তথ্যপূর্ণ নোটস তৈরি করবে এবং সেই নোটস বারে বারে পড়বে। প্রান্তিক, সাঁতরা, ছায়া এক্ষেত্রে তিনটি উল্লেখযোগ্য প্রকাশক, যেকোনো দুটি প্রকাশনীর বই অন্ততপক্ষে পড়বে‌। কিন্ত খুঁটিয়ে পড়বে। কারণ বর্তমানে যে দৃষ্টিভঙ্গিতে মাধ্যমিকের প্রশ্ন প্রস্তুত করা হচ্ছে তাতে সংজ্ঞাধর্মীর তুলনায় ৯০/৯০ পাওয়ার জন্য তুমি কতটা খুঁটিয়ে পড়েছো সেটা যাচাই করা হয়। একটা উদাহরণ দেওয়া যাক- COPD-তে মানবদেহের _ তন্ত্র আক্রান্ত হয়। (শ্বাসতন্ত্র) ছবি আঁকা নিয়মিত অনুশীলন করবে এবং সুন্দরভাবে লেবেলিং করবে। 

 ইতিহাসের ক্ষেত্রে

ছায়া, নবভারতী ও দীপ প্রকাশনের বই অনুসরণ করবে এবং প্রত্যেকটা টপিকের মূল ধারণা অন্বেষণ করবে এবং তার সাথে সাথে খাতায় ২,৪,৮ নম্বরের প্রশ্ন অনুশীলন করবে‌।শর্ট কোয়েশ্চেন এর একটা আলাদা খাতা বানাবে এবং তাতে যত অধ্যায়ভিত্তিক (টপিকে ভাগ করবে) শর্ট কোয়েশ্চেন পাচ্ছ সেগুলো লিখবে উত্তরসহ‌। সুন্দরভাবে তথ্যপূর্ণভাবে ২,৪,৮ নম্বরের প্রশ্ন লিখবে।

 ভূগোলের ক্ষেত্রে

রোজ ম্যাপ পয়েন্টিং করবে এবং ২,৩,৫ নম্বরের প্রশ্নে প্রাকৃতিক ভূগোলের ক্ষেত্রে ছবি দেবে এবং আঞ্চলিক ভূগোলের ক্ষেত্রে ম্যাপ দেবে (২ নম্বরের প্রশ্নে না দিলেও চলবে)

Madhyamik Best Books

মাধ্যমিক পরীক্ষার জন্য বেস্ট বই এর তালিকা টি ডাউনলোড করো

Download Here
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url