দশম শ্রেণীর ভূগোল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন মক টেস্ট পার্ট 1 | WBBSE Class 10 Geography 1 Term Exam Mock Test

বিভাগ-ক

১। বিকল্পগুলির থেকে সঠিক উত্তর নির্বাচন করে লেখো: ১×৮=৮

১.১. ভূমিরূপবিদ্যায় ‘Grade’ শব্দটি প্রথম ব্যবহার করেন- (ক) মুলটন, (খ) চেম্বারলিন, (গ) স্যালিসবেরি, (ঘ) গিলবার্ট ।

১.২. লবণযুক্ত শিলাস্তরের উপর নদীর প্রধান ক্ষয় হল- (ক) অবঘর্ষ ক্ষয়, (খ) ঘর্ষণ ক্ষয়, (গ) জলপ্রবাহ ক্ষয়, (ঘ) দ্রবণ ক্ষয় ।

১.৩. সর্বপ্রথম ‘সার্ক’ কথাটি ব্যবহার করেন- (ক) শার পেঁতিয়ার, (খ) প্লেটো, (গ) এরাটোস্থেনিস, (ঘ) মঙ্ক হাউস ।

১.৪. বালিময় মরুভূমি সাহারায় এই নামে পরিচিত- (ক) আর্গ, (খ) কুম, (গ) হামাদা, (ঘ) রেগ ।

১.৫. ভারতের পূর্বতম স্থান হল- (ক) ইন্দিরা পয়েন্ট, (খ) ইন্দিরা কল, (গ) কিবিথু, (ঘ) গুহারমোতি ।

১.৬. চোরা মালভূমি বিখ্যাত- (ক) চুনাপাথরের গুহার জন্য, (খ) হ্রদের জন্য, (গ) শিলং শৃঙ্গের জন্য, (ঘ) অশ্বক্ষুরাকৃতি হ্রদের জন্য ।

১.৭. পুষ্কর হ্রদটি যে রাজ্যে অবস্থিত- (ক) রাজস্থান, (খ) মধ্যপ্রদেশ, (গ) অসম, (ঘ) জম্মু-কাশ্মীর ।

১.৮. ‘মৌসুমি’ শব্দটি প্রথম ব্যবহার করেন- (ক) অ্যারিস্টটল, (খ) এডমন্ড হ্যালি, (গ) প্লেটো, (ঘ) এরাটোস্থেনিস ।

বিভাগ-খ

২.১. নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে ‘শু’ এবং অশুদ্ধ হলে পাশে ‘অ’ লেখো: ১×২=২

২.১.১. মাশরুম রককে জার্মান ভাষায় পিজফেলসন বলা হয় ।

২.১.২. হিমালয়ের পাদদেশের পলিমাটি খাদার নামে পরিচিত।

২.২. উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো: ১×২=২

২.২.১. বিশ্বের দ্রুততম হিমবাহ হল __।

২.২.২. রাবার গাছের রস __ নামে পরিচিত।

২.৩. বামদিকের সঙ্গে ডানদিকেরগুলি মিলিয়ে লেখো: ১×২=২

বামদিক ডানদিক
২.৩.১. কিউসেক ১. অরুণাচল প্রদেশ
২.৩.২. NEFA ২. SI একক
. ৩. FPS একক

২.৪. একটি বা দুটি শব্দে উত্তর দাও:

২.৪.১. য়কুল কী ?

২.৪.২. ‘মরুস্থলী’ কথার অর্থ কী ?

বিভাগ-গ

৩। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: ২×৪=৮

৩.১. পুঞ্জিত ক্ষয় কাকে বলে ?

৩.২. গ্রেট গ্রিন ওয়াল কী ?

৩.৩. প্লাবন খাল ও নিত্যবহ খাল কাকে বলে ?

৩.৪. আশ্বিনের ঝড় কী ?

বিভাগ-ঘ

৪। সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও: ৩×২=৬

৪.১. উপযুক্ত বৈশিষ্ট্যের ভিত্তিতে ইয়ার্দাঙ ও জিউগেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো।

৪.২. উপযুক্ত উদাহরণ সহযোগে মৃত্তিকা সংরক্ষণের কয়েকটি উপায় বিবৃত করো।

বিভাগ-ঙ

৫। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও: ৫×২=১০

৫.১. হিমবাহের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে-কোনো তিনটি ভূমিরূপের বিবরণ দাও।

৫.২. প্রস্থ অনুসারে হিমালয়ের শ্রেণিবিভাগ করো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url