Swami Vivekananda Scholarship (SVMCM) যোগ্যতা ও আবেদন পদ্ধতি
পশ্চিমবঙ্গের ছাত্র ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের দেয়া সবচেয়ে বড় স্কলারশিপ হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (SVMCM) বা বিকাশ ভবন স্কলারশিপ। কিভাবে পাবে এই স্বামী বিবেকানন্দ স্কলারশিপ? কারা করতে পারবে আবেদন? কত শতাংশ নম্বর চাই? আজকের এই পোস্ট টিতে বিস্তারিত জানতে পারবেন।
SVMCM Scholarship কী? (স্বামী বিবেকানন্দ স্কলারশিপ কী? )
উচ্চমাধ্যমিক থেকে স্নাতক্তরে পাঠরত যে সকল ছাত্র ছাত্রী টাকার অভাবে শিক্ষা গ্রহণ করতে পারেনা অথবা অসুবিধায় পড়ছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে উচ্চশিক্ষা তহবিলের থেকে তাদেরকে আর্থিক ভাবে সাহায্য করা এবং তাদের পড়াশোনার খরচ চালানোর জন্য পশ্চিম বঙ্গ সরকার এই svmcm scholarship চালু করেছে।
কারা পাবে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর সুবিধা? ( SVMCM Eligibility Criteria)
যে সকল উচ্চমাধ্যমিক থেকে স্নাতক স্তরে পাঠরত ছাত্র ছাত্রীরা পশ্চিমবঙ্গে পড়াশোনা করছে তারা পাবে এই স্কলারশিপ। এর জন্য বেশ কিছু জিনিস মনে রাখতে হবে।
- ছাত্রছাত্রীদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
- যেকোনো উচ্চশিক্ষা সংসদের সহায়তা প্রাপ্ত প্রতিষ্ঠান (স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়) এ পাঠরত হতে হবে।
- এই স্কলারশিপ এ আবেদন করার জন্য ছাত্র বা ছাত্রী কে ৬০ শতাংশ নম্বর বা 60% পেতেই হবে।
- পরিবারের বার্ষিক আয় ২৫০০০০ এর কম হতে হবে।
SVMCM Courses
এই স্কলারশিপ টায় আবেদন জানাতে হলে ছাত্র বা ছাত্রী এই কোর্স গুলোর মধ্যে পাঠরত হতে হবে
- মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাস
- স্নাতক কোর্স (BA, BSc,BCom), IIT বা ডিপ্লোমা
- মেডিক্যাল (MBBS, BDS)
- নার্সিং (ANM, GNM, BSc)
- ফার্মেসি
- ইঞ্জিনিয়ারিং (BTech, BE, BArch বা MTech)
- প্যারামেডিকেল
- পোস্ট গ্রাজুয়েট
- বি এড
- পিএইচডি বা এম ফিল
কত টাকা পাবেন? (SVMCM Scholarship Ammount)
- একাদশ ও দ্বাদশ শ্রেণী : 12000/- (Twelve Thousand)
কলেজ
- কলা বিভাগ (BA) : 12000/- (Twelve Thousand)
- বিজ্ঞান বিভাগ (BSc) : 18000/- (eighteen thousand)
- বাণিজ্য বিভাগ (BCom) : 18000/- (eighteen thousand)
- অন্যান্য (BCA, BBA) : 18000/- (eighteen thousand)
বিশ্ববিদ্যালয়
- কলা বিভাগ (BA) : 24000/- (twenty four Thousand)
- বিজ্ঞান বিভাগ (BSc) : 30000/- (thirty thousand)
- বাণিজ্য বিভাগ (BCom) : 24000/- (twenty four thousand)
- অন্যান্য (BCA, BBA) : 30000/- (thirty thousand)
অন্যান্য
- পলিটেকনিক (Diploma) : 18000/- (eighteen thousand)
- মেডিক্যাল (Mbbs) : 60000/- (sixty thousand)
- নার্সিং (BSc) : 60000/- (sixty thousand)
- ফার্মেসি (B. Pharm) : 60000/- (sixty thousand)
- GNM, D. Pharm, ডিপ্লোমা প্যারামেডিকেল : 18000/- (sixty thousand)
- ইঞ্জিনিয়ারিং (UG, PG) : 60000/- (sixty thousand)
কী কী ডকুমেন্ট দরকার? (Required Documents for SVMCM)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এ আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্ট অবশ্যই দরকার তা হলো -
- পরিবারের বার্ষিক ইনকাম সার্টিফিকেট ( বিস্তারিত জানতে হলে ক্লিক করুন।)
- আধার কার্ড
- ব্যাংক অ্যাকাউন্ট ( ছাত্র ছাত্রীদের জন্য বেস্ট ব্যাংক অ্যাকাউন্ট এর ব্যাপারে বিস্তারিত জানতে ক্লিক করুন)
- ফোন নম্বর
- ইমেইল
- পূর্বের পরীক্ষার মার্কশিট
- পাসপোর্ট সাইজ ফটো
- Admission fee রশিদ
কিভাবে আবেদন করবেন? (SVMCM Registration 2024)
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর অফিসিয়াল পোর্টাল বা official website ei SVMCM Registration এর সমস্ত কিছু হবে।
SVMCM এর অফিসিয়াল পোর্টাল টি হলো - svmcm.wbhed.gov.in
আবেদন প্রক্রিয়া (SVMCM Registration Process)
SVMCM বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর application করার জন্য নিম্নের স্টেপ গুলো ফলো করতে হবে।
Step 1
Online Registration
প্রথমে ছাত্র বা ছাত্রী কে অনলাইন রেজিস্ট্রেশন ফরম টি ফিল আপ করতে হবে। সফলভাবে registration form টি submit হওয়ার পরে একটা 15 digit application I'd পাওয়া যাবে। আর এটিকে ব্যাবহার করে svmcm applicant login করে বাকি প্রসেস টা complete করা হবে। Registration Slip টি ডাউনলোড করে বা লিখে রাখতে হবে। Application ID টা ইমেইল এর মাধ্যমে পাঠানো হবে।
যারা K3 এর জন্য apply করতে চায় তাদেরকে তাদের কন্যাশ্রী আইডি টি verify করতে হবে। ওখানে Kanyashree (K2) Year of Application, Kanyashree ID, Applicant Name, Date of Birth, Father's Name, mother's name এগুলো চাওয়া হবে। application টির registration সফল হলে তাকে main registration form এ পাঠিয়ে দেওয়া হবে। বাকি পদ্ধতি টা সবার জন্য একই।
Step 2
Online Application
আগের পাওয়া application I'd, password আর captcha দিয়ে login করতে হবে। লগইন হওয়ার পরে বাকি ফর্ম টি পূরণ করতে হবে। তারপর পাসপোর্ট সাইজ ফটো এবং signature এর scanned copy আপলোড করতে হবে।
Step 3
Upload Documents
SVMCM Application form টি সফল ভাবে submit করার পরে, Scanned Supporting Document Upload ফর্ম আসবে। সমস্ত দরকারি ডকুমেন্ট যেগুলো ওখানে চাওয়া হবে সেগুলি আপলোড করতে হবে। কি কি লাগবে সেগুলি ওপরে বলা আছে।
Step 4
Submission
সব কিছু upload হয়ে গেলে application টি view mode এ দেখে নিন। তারপর submit application এ ক্লিক করলেই application process সম্পূর্ন হবে।
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এর রেজিস্ট্রেশন এর শেষ দিন (SVMCM Registration Last date)
Application Type | Opening Date | Closing Date |
---|---|---|
Application TypeFresh Application 2023 | Opening Date12.07.2023 | Closing DateNil |
Application TypeRenewal Application 2023 | Opening Date12.07.2023 | Closing DateNil |
Application TypeFresh Kanyashree (K3) Application 2023 | Opening Date26.09.2023 | Closing DateNil |
স্বামী বিবেকানন্দ স্কলারশিপ হেল্পলাইন নম্বর (SVMCM Helpline Number)
- Email: helpdesk.svmcm_wb@gov.in
- Contact No: +1800-102-8014